দেশের প্রথম বেসরকারি রকেট ‘বিক্রম-এস’! চলছে উৎক্ষেপনের প্রস্তুতি

 

ODD বাংলা ডেস্ক: ভারতের প্রথম বেসরকারি রকেট ‘বিক্রম-এস’ ১২ নভেম্বর থেকে ১৬ নভেম্বরের মধ্যে উৎক্ষেপণের জন্য প্রস্তুত। মঙ্গলবার হায়দরাবাদ-ভিত্তিক মহাকাশ স্টার্টআপ স্কাইরুট অ্যারোস্পেসের তরফে এই ঘোষণা করা হয়। হায়দরাবাদের সংস্থা এই রকেট তৈরির জন্য যে মিশন শুরু করেছিল তার নাম ‘প্রারম্ভ’।শ্রীহরিকোটায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার লঞ্চপ্যাড থেকে এটি উৎক্ষেপণ করা হবে বলে জানা গিয়েছে। স্কাইরাউট অ্যারোস্পেসের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা পবন কুমার চন্দনা বলেছেন, “আধিকারিকরা ১২ নভেম্বর থেকে ১৬ নভেম্বরের মধ্যে প্রথম বেসরকারি রকেটটি মহাকাশে উৎক্ষেপণের প্রস্তুতি নিয়েছেন। আবহাওয়া পরিস্থিতির উপর ভিত্তি করে চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.