প্রধান বিচারপতির আসনে বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়, ৫০তম বিচারপতি পেল দেশ


ODD বাংলা ডেস্ক: সুপ্রিম কোর্টের বরিষ্ঠতম বিচারক এবং ভারতের মনোনীত প্রধান বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় বুধবার ভারতীয় বিচার বিভাগের ৫০ তম প্রধান পদে নিযুক্ত হলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে তাকে শপথবাক্য পাঠ করিয়েছেন বুধবার। তার পিতা ওয়াই ভি চন্দ্রচূড় ছিলেন ভারতের সবচেয়ে বেশিদিন থাকা প্রধান বিচারপতি। তিনি ১৯৭৮ সালের ২২ ফেব্রুয়ারী, ১৯৮৫ থেকে ১১ জুলাই পর্যন্ত এই পদে ছিলেন।বিচারপতি চন্দ্রচূড় ১০ নভেম্বর, ২০২৪ পর্যন্ত দুই বছরের জন্য CJI হিসাবে দায়িত্ব পালন করবেন। সুপ্রিম কোর্টের বিচারপতিরা ৬৫ বছর বয়সে অবসর গ্রহণ করেন। তিনি উদয় উমেশ ললিতের স্থলাভিষিক্ত হয়েছেন। গত ১১ অক্টোবর তার নাম নিজের উত্তরসূরি হিসেবে কেন্দ্রের কাছে সুপারিশ করেছিলেন ললিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ১৭ অক্টোবর তার নাম পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.