প্রেমিকাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার প্রেমিক, তুমুল উত্তেজনা খড়গপুরে

ODD বাংলা ডেস্ক: প্রেমিকাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খড়গপুরের ভালুকমচা এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও ধৃতের দাবি, অসুস্থতার জেরেই মৃত্যু হয়েছে তার প্রেমিকার।জানা গিয়েছে, মৃতার নাম পবিত্রা সিং। বয়স ৩৮ বছর। স্বামী-সন্তানদের নিয়ে সংসার ছিল তাঁর। ওই এলাকারই বাসিন্দা অতনু সিং। স্থানীয় সূত্রে খবর, দু’জনেই বিবাহিত হওয়া সত্ত্বেও তাঁদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। প্রেমের টানে বছর দশেক আগে বাড়ি ছাড়েন যুগল। এলাকা থেকে খানিকটা দূরে জঙ্গলে শুরু করে সংসার। বিয়ে না হলেও একসঙ্গেই থাকতেন তাঁরা।জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন পবিত্রা। তাঁকে খড়গপুর হাসপাতালে ভরতি করা হয়েছিল। সুস্থ হতে বাড়ি ফেরেন। সোমবার রাতে হঠাৎই প্রতিবেশীরা অভিযোগ করেন, অতনু তার প্রেমিকাকে খুন করেছে। দেহ পুঁতে দিয়েছে। রাতেই খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে গ্রেপ্তার করে অতনুকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.