চুপিসারে গাঁটছড়া বাঁধছেন সিদ্ধার্থ-কিয়ারা! কোথায়-কখন বসবে বিয়ের আসর?
ODD বাংলা ডেস্ক: শেরশাহ জুটি সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবাণীর বিয়ের গুঞ্জন এখন টক অফ দ্য টাউন। কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল আগামী ডিসেম্বরেই নতুন জীবন শুরু করতে করতে চলেছেন বলিউডের এই লাভবার্ডস। সিড-কিয়ারা বিয়ে নিয়ে এবার মিলল আরও এক নতুন আপডেট। টিলসেল টাউনের অন্দরে কান পাতলে জানা যাচ্ছে, শেরশাহ জুটি তাঁদের বিয়ের ভ্যেনুও ঠিক করে ফেলেছেন। সূত্রের খবর, চণ্ডিগড়ের দ্য ওবেরয় সুখভিলাস স্পা অ্যান্ড রিসর্টে বসবে বিগ ফ্যাট বিয়ের আসর। অভিনেতা রাজকুমার রাও ও পত্রলেখার বিয়ের জায়গা থেকেই আরও এক তারকা কাপলের বিবাহিত জীবনের নতুন জার্নি শুরু হতে চলেছে? সূত্রের খবর, প্রথমে এই স্টার কাপল তাঁদের বিয়ের ডেস্টিনেশন হিসাবে বেছে নিয়েছিলেন গোয়া শহরকে। কিন্তু, সিদ্ধার্থের বিশাল পঞ্জাবি পরিবারের সদস্যদের সকলের কথা ভেবেই নাকি চণ্ডিগড়েই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধার্থ মলহোত্রা ও কায়িরা আডবাণী।
Post a Comment