দ্বিগুণ হচ্ছে পার্কিং ফি, বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার
ODD বাংলা ডেস্ক: দ্বিগুণ হতে চলেছে শহরের পার্কিং ফি। ইতিমধ্যেই এই সিদ্ধান্তের উপর কলকাতা পুরসভার মেয়র পারিষদ বৈঠকে শিলমোহর পড়েছে। পুরআয় বৃদ্ধির লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। এক পুর আধিকারিক জানান, পার্কিং ফি বৃদ্ধির বিষয়ে বহুদিন ধরেই চিন্তাভাবনা করা হচ্ছিল। এই বিষয়ে মেয়র পারিষদ বৈঠকে অনুমোদন পাওয়া গিয়েছে। বাইক, বাস, লরির মতো যানের ক্ষেত্রে প্রথম কয়েক ঘণ্টার জন্য পার্কিং ফি দ্বিগুণ করা হতে চলেছে। এর আগে কলকাতায় চার চাকা গাড়ি পার্ক করতে ঘণ্টায় দিতে হত ১০ টাকা, তা বেড়ে করা হচ্ছে ২০ টাকা। এক্ষেত্রে দুই ঘণ্টায় দিতে হবে ৪০ টাকা তিন ঘণ্টায় ৮০ টাকা এবং ৪ ঘণ্টায় ১২০ টাকা, ৫ ঘণ্টায় ১৬০ টাকা দিতে হবে পার্কিংকারীকে। এছাড়াও বাস এবং লরির জন্য আগে ঘণ্টাপিছু দিতে হত ২০ টাকা। এবার তা বেড়ে করা হতে চলেছে ৪০ টাকা।
Post a Comment