পুরনো সোনার গয়নার জেল্লা অটুট রাখার সহজ উপায়, জানুন গয়না রাখার নিয়মগুলি



 ODD বাংলা ডেস্ক: বর্তমানে সোনার অনেক দাম। তাই মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে হলেই অনেক সব গয়নাই যে নতুন কেনেন এমনটা আর হয় না। অনকেই মেয়েই রয়েছে যারা মায়ের পুরনো গয়না বলেই বিয়ের পিঁড়িতে বসে। আবার অনেক নববধূ রয়েছে যারা শাশুড়ির দেওয়া পুরনো গয়না পরেন। কোনও শাশুড়ি হয়তো ইচ্ছে থাকলেই আর্থিক কারণে নতুন সোনার গয়না কিনতে পারেন না। আবার কোনও কোনও পরিবারের রীতি পারিবারিক গয়না নববধূর হাতে তুলে দেওয়া। কিন্তু বিয়ে মানেই উৎসব। প্রচুর লোকের সমাগম। আরও পাঁচটা গয়নার মধ্যে যাতে পুরনো হার বা চুড়ি যাতে নিজের জেল্লা বজায় রাখতে পারে তা আর কে না চায়- তবে এরজন্য রয়েছে কতগুলি উপায়।


পুরনো সোনার গয়নার জেল্লা বজায় রাখার উপায়ঃ


১. পালিশ


গয়না পাশিল করলে একদম নতুন লাগে। কিন্তু অনেকেই বলে গয়লা পালিশ করলে সোনা খয়ে যায়। তাই গয়না বারবার পালিশ না করাই ভাল। কিন্তু বিয়ে বা কোনও অনুষ্ঠানের আগেই গয়না পালিশ করা ভাল।


২. কাগজে মু়ড়ে


এখন অনেকেই গয়না বাড়িতে রাখেন না। ব্যাঙ্কে লকারে রাখেন। কিন্তু তারা আবার সব গয়না একটি বাস্কে ভরে লকারে রেখে দেন। কিন্তু এটা একদমই ঠিক নয়। একসঙ্গে অনেক গয়না একজায়গায় রাখতে হলে অবশ্যই গয়না রাখার বিশেষ কাজগে মুড়ে রাখা জরুরি। তবে প্রত্যেকটি গয়না আদালা আলাদা করে বাক্সে রাখা ঠিক নয়।


৩. কাপড়ে মুড়ে


আগেকার দিনের মানুষ ভেলভেট বা সাটিন জাতীয় কাপড়ে মুড়ে গয়না রাখতেন। এতে গয়নার জেল্লা বজায় থাকত। কারই এই জাতীয় কাপড়গুলি গয়নার মধ্যে আদ্রতা জমতে দেয় না। তাতে গয়না সুন্দর থাকে।


৪. গয়না পরার সময়


গয়না পড়ার সময় সাবধান। কারণ সেই সময় ক্রিম,মেকআপ বা পারফিউম যেন গয়নায় না লাগে। সেদিকে খেয়াল রাখুন। এগুলি রাখলে সোনার সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় গয়না জেল্লা নষ্ট হয়ে যায়।


৫. জল যেন না লাগে


পুরনো সোনার গয়না বা নতুন সোনার গয়না যখন তুলে রাখবেন তখন খেয়াল রাখবেন তাতে যেন জল লেগে না থাকে। কারণ জল থাকলে তার দাগ গয়নায় লেগে থাকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.