অবহেলার জন্যই মৃত্যু হচ্ছে ডেঙ্গিতে, এমনই নিদান মেয়র ফিরহাদ হাকিমের

ODD বাংলা ডেস্ক: অবহেলাতেই মৃত্যু হচ্ছে। ডেঙ্গিতে মৃত্যুর অন্যতম কারণ হিসেবে এমনই নিদান দিলেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। সাধারণ ছাপোষা ব্যক্তি থেকে চিকিৎসক সকলেরই মৃত্যু হচ্ছে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে, সেই কারণেই এমন ভাবনার কথা জানালেন মেয়র।এদিন কলকাতা পুরসভায় সাংবাদিকদের উদ্দেশে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ''ডেঙ্গি প্রত্যেক বছর হয়। নেগ্লিজেন্স না থাকলে মৃত্যু হয় না। ঠিক সময় চিকিৎসা হলে মৃত্যু হয় না।''মেয়র দাবি করেন, শহরে এখন ডেঙ্গি কমেছে। বিরোধী শাসিত রাজ্য কেরলেও ডেঙ্গি হয়েছিল। উত্তরপ্রদেশে লেবুর রস খাইয়ে মৃত্যু পর্যন্ত হয়েছিল। বাংলাদেশ, ত্রিপুরাতেও প্রকোপ রয়েছে। গ্লোবাল হয়ে গিয়েছে ডেঙ্গি। সাবধানতা অবলম্বন করলে থাকলে রেহাই। মানুষ সচেতন না হলে যেখানে যেই সরকার থাকুক, ডেঙ্গি আটকাতে পারবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.