শহরের তাপমাত্রা ঊর্ধ্বমুখী, নভেম্বরে অধরাই থাকবে শীত?
ODD বাংলা ডেস্ক: কলকাতা শহরের তাপমাত্রা ক্রমশই ঊর্ধ্বমুখী। ফলে ভোরের কুয়াশা আর রাতের শিরশিরানি ভাব আদতেও শীতের আগমনি বার্তা বয়ে আনছে না, তা বলাই বাহুল্য। কারণ বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই দেখা যাচ্ছে কলকাতার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ১০ বছরের রেকর্ড ভেঙে শীতলতম অক্টোবর পাওয়ার পর উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন শীতপ্রিয় বাঙালিরা। কিন্তু, তাদের আশাহত করছে আলিপুর আবহাওয়া দফতর। জানা যাচ্ছে, আপাতত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে শহরে শীত পাকাপাকি ভাবে প্রবেশের কোনও সম্ভাবনাই নেই। এমনকী, নভেম্বরেও শীতের আমেজ তেমনভাবে অনুভূত হওয়ার সম্ভাবনাও ক্ষীণ।হাওয়া অফিস জানাচ্ছে, এখনও উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া সম্পূর্ণভাবে প্রবেশ করতে পারেনি। এই হাওয়া জোরদার হতে আরও অনেকটা সময় লাগবে। ফলে ততক্ষণ রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা আর নাও নামতে পারে।
Post a Comment