কাশ্মীরি পণ্ডিতদের উপর সন্ত্রাস চালানো লস্কর কমান্ডার মুখতারকে নিকেশ করল সেনা

ODD বাংলা ডেস্ক: পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে পাক মদতপুষ্ট তিন লস্কর জঙ্গির মৃত্যু হয়েছে। জম্মু-কাশ্মীরের অবন্তীপুরায় ঘটা এই ঘটনাকে উপত্যকায় পুলিশের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। মৃত জঙ্গিদের মধ্যে রয়েছে পুলওয়ামার বাসিন্দা মুখতার আহমেদ ভাট এবং সাকলিন মুস্তাক। তৃতীয় মৃত জঙ্গি মুশফিক পাকিস্তানের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানানো হয়েছে, জাতীয় সড়কের আশেপাশে কোথাও বড় জঙ্গি হামলা সংগঠিত করার পরিকল্পনা ছিল মৃত তিন জঙ্গির। কিন্তু তার আগেই সেই খবর পৌঁছে য়ায় পুলিশের কাছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়েই এই তিন জনকে ধরাশায়ী করে পুলিশ। মৃতদের কাছ থেকে একটি একে ৪৭ রাইফেল উদ্ধার হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.