মোরবি ব্রিজ দুর্ঘটনায় পরই বন্ধ সংস্থার অফিস, ক্র্যাশ ওয়েবসাইটও
ODD বাংলা ডেস্ক: মোরবি ব্রিজ রক্ষণাবেক্ষণের জন্য যে কোম্পানীকে বরাত দেওয়া হয়েছিল, সেই ওরেভা গ্রুপের অফিসে এখন শ্মশানের নিস্তব্ধতা। অফিসে ছিল না কেউ। এমনকি বিপর্যস্ত অফিসের ওয়েবসাইটিও। কর্মচারীদের অনুপস্থিতি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সংস্থার নিরাপত্তরক্ষীরাও। কয়েক কোটি টাকা খরচ করে সংস্কার করা হয়েছিল গুজরাটের দুর্ঘটনাগ্রস্থ মোরবি ব্রিজটি। উদ্বোধনের কয়েক দিন আগে সংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করেছিল ওরেভা সংস্থা। কিন্তু তার পরেই ব্রিজটি ভেঙে পড়ায়, ইতিমধ্যে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমের তরফে আমেদাবাদে সংস্থাটির অফিসে যোগাযোগ চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। সকাল ১০টায় অফিস খোলার কথা থাকলেও, আসেননি কোনও কর্মী। কেন কর্মীরা আসেননি, তার সদুত্তর দিতে পারেননি কোম্পানীর নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরাও। এ ব্যাপারে তাঁরা কিছু জানেননা বলে এড়িয়ে যান। অফিস চত্ত্বরে ছিল শ্মশানের নিস্তব্ধতা।
Post a Comment