বাংলার তাঁতের নয়া ব্র্যান্ডিং, জেলায় জেলায় 'বাংলার শাড়ি' স্টোর খোলার নির্দেশ মমতার
ODD বাংলা ডেস্ক: বাংলার তাঁত শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে নয়া ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নিজস্ব স্টাইলের শাড়িকে 'বাংলার শাড়ি' বলে ব্র্যান্ডিংয়ের পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই স্পষ্ট করে দেন তন্তুজ বা মঞ্জুষা-র থেকে এটি একদম আলাদা হবে। এদিন প্রশাসনিক সভায় তিনি বাংলার বিভিন্ন জেলার শাড়িকে এক ছাতের নীচে এনে 'বাংলার শাড়ি' নামে জেলায় জেলায় একটি করে স্টোর করার নির্দেশ দেন।বিশ্ববাংলার পর এবার বাংলার ঘরের শাড়িকে বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার পরিকল্পনায় তিনি 'বাংলার শাড়ি' নামে ব্র্যান্ডিংয়ের প্রস্তাব দিয়েছেন। এতে বাংলার তাঁতিদের আয় বাড়বে। আরও বেশি বিক্রি হবে বলে মত মুখ্যমন্ত্রীর।
Post a Comment