'রাসমেলাকে কেন্দ্র করে ট্যুরিজম তৈরি করা হোক', নদিয়ার প্রশাসনিক বৈঠকে বড় ঘোষণা মমতার


ODD বাংলা ডেস্ক: রাসমেলা নিয়ে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ "ট্যুরিজম বিভাগকে বলব, রাসমেলাকে কেন্দ্র করে ট্যুরিজম তৈরি করা হোক। আমি কাল নিজে গিয়ে দেখেছি একই মেলায়, মূর্তি অনেক। সর্ব ধর্ম সমন্বয়ের ব্যাপার। চেতনার বিকাশ ঘটাবে। কার্নিভাল করা উচিত।" নদিয়ার প্রশাসনিক বৈঠক থেকে জানালেন মুখ্যমন্ত্রী৷ শান্তিপুরের রাসের মেলায় এসে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গতকাল রাস উদ্বোধনে এসে তিনি বলেন, "আমি বড় গোস্বামীর বাড়িতে এসেছি। ব্রজরাও এসেছেন। সব গোস্বামীদের আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শান্তিপুরে রাসে না এলে আমার অভিজ্ঞতা হত না। এখানে বৈচিত্র‍্যের মধ্যে ঐক্যর সুর বেঁধে দেওয়া হয়েছে।"

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.