‘নিজেদের মধ্যে ঝামেলা করলে দলে জায়গা হবে না’, সাফ কথা মমতার
ODD বাংলা ডেস্ক: নদিয়ার সভা থেকে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, নিজেদের মধ্যে ঝামেলা করলে দলে জায়গা দেওয়া হবে না। সভা মঞ্চ থেকেই তৈরি করে দিলেন বিশেষ কমিটি। যাতে থাকছেন মহুয়া মৈত্র, জেলার সমস্ত বিধায়করা।জানা গিয়েছে, একাধিক ইস্যুতে বহুদিন ধরে তৃণমূলের অন্দরে অশান্তির অভিযোগ উঠছে। বহু ক্ষেত্রে দলের নেতারাই গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা স্বীকার করে নিয়েছেন। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টাও করেছেন। বুধবার কৃষ্ণনগরের জনসভা থেকে সে বিষয়েই মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোষ্ঠীদ্বন্দ্ব যে কোনও ভাবেই বরদাস্ত করা হবে না, এদিন তা স্পষ্ট করে দেন তিনি। বলেন, “দলের মধ্যে কেউ ঝগড়া করবেন না। নিজেদের মধ্যে অশান্তি-ঝামেলা করলে তাঁকে আর দলে জায়গা দেব না। মানুষ না থাকলে আমরা সকলে শূন্য, সবসময় মানুষের কথা ভাবতে হবে।”
Post a Comment