জেলেই 'মানিকের খেলা শেষ', সূত্র এল ইডির হাতে

ODD বাংলা ডেস্ক: জেল হেফাজতের মেয়াদ বৃহস্পতিবার আজ বিশেষ ইডি আদালতে পেশ করা হবে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্যকে। আজ আদালতে মানিকের বিরুদ্ধে তারই ঘনিষ্ঠ তাপস মণ্ডলের বয়ানকে হাতিয়ার করতে চলেছে ইডি বলে সূত্রে দাবি।গত কয়েক দিনে কয়েক দফায় টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাপসকে। রেকর্ড করা হয়েছে তাঁর বয়ান। সেই বয়ানকে সামনে রেখেই এদিন সওয়াল করতে চলেছেন ইডির আইনজীবী। মূলত বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজে ভর্তির জন্য যে আর্থিক লেনদেন হয়েছে, তার হিসেব নিয়ে তাপসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাতে মানিকের বিরুদ্ধে সরাসরি টাকা নেওয়ার কথা জানান তিনি, এমনই দাবি ইডির।আজ মানিকের তরফে জামিনের আবেদন করা হলে, তার বিরোধিতা করা হবে ইডির তরফে। এদিকে, দিল্লির ED দফতরে হাজিরা দিয়ে ফিরলেন বীরভূমের অনুব্রত ঘনিষ্ঠ চালকল মালিক রাজীব ভট্টাচার্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.