মেসিকে খেলাবেন, আর রোনাল্ডোকে ‘তাড়িয়ে’ দেবেন প্রাক্তন ইংলিশ ফুটবলার

ODD বাংলা ডেস্ক: রুনিকে 'গুপ্তচর' বলেছিলেন পর্তুগজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্ষোভ উগড়ে দিয়ে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ফরোয়ার্ড বলেন, “শুধু সে-ই (রুনি) নয়, বাকি গুপ্তচরদের কথা ভাবুন, যারা আমার সমালোচনা করে থাকে।” 

যদিও, শেষ পর্যন্ত নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি ওয়েন রুনি। এবার, ঠিকই রোনালদো ভক্তদের মনে কষ্ট বাড়িয়ে দিয়েছেন ইংলিশ কিংবদন্তি। ভায়াকম১৮- এর বিশ্বকাপ আয়োজনে এসে রুনি বলেছেন, রোনালদো নাকি এখন আর দলের হয়ে খেলেন না। 

শুধু এটা নয়, নিজের পছন্দে একাদশ থেকে সাবেক সতীর্থকে বিক্রি করে দেওয়ার কথাও বলেছেন তিনি। ইংল্যান্ডের সাবেক এই তারকা রোনাল্ডোর চেয়েও লিওনেল মেসিকে নিজের দলে খেলাতে স্বাচ্ছন্দ্যেবোধ করছেন। মেসি, রোনাল্ডো এবং কেইনের মধ্যে কাকে একাদশে রাখবেন এমন প্রশ্নের জবাবে রুনি বলেছেন, “আমি মেসিকে একাদশে রাখব, কেইনকে বেঞ্চে এবং রোনালদোকে বিক্রি করে দিব। কারণ আমার মনে হয় সে এখন দলের জন্য খেলে না।"

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.