দীর্ঘদিন প্রেমের সম্পর্ক, বিয়েটাও সেরে ফেললেন দুই দেশের দুই সেরা সুন্দরী!
ODD বাংলা ডেস্ক: এক জন আর্জেন্তিনার আর এক জন পুয়ের্তো রিকোর। দু’জনেই নিজের নিজের দেশে সেরা সুন্দরীর তকমা পেয়েছেন। একে অপরকে বিয়ে করলেন সেই সুন্দরীরা।২০২০ সালে মিস আর্জেন্তিনার শিরোপা জেতেন মারিয়ানা ভারেলা। ওই বছরই মিস পুয়ের্তো রিকো হন ফাবিওলা ভ্যালেন্তিন। ২০২০ সালে ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’- এর মঞ্চে প্রথম দেখা হয়েছিল মারিয়ানা এবং ফাবিওলার। তার পর থেকেই তাঁরা প্রেমের সম্পর্কে ছিলেন। তবে এই সম্পর্কের কথা গোপনেই রেখেছিলেন ফ্যাশন দুনিয়ার দুই তারকা।৩১ অক্টোবর, সোমবার তাঁরা বিয়ের কথা ঘোষণা করেছেন।নেটমাধ্যমে তাঁদের পোস্ট অনুযায়ী, ২৮ অক্টোবর আংটি বদলের মাধ্যমে মারিয়ানা এবং ফাবিওলার চার হাত এক হয়েছে। শুরু হয়েছে প্রেমিকা যুগলের নতুন যাত্রা।
Post a Comment