বরাদ্দ ছিল ২ কোটি, খরচ হয় মাত্র ১২ লক্ষ, মোরবীর সেতু সংস্কারের নামে প্রহসন!
ODD বাংলা ডেস্ক: গুজরাতের মোরবীতে সেতু বিপর্যয়ের ঘটনায় প্রথম থেকেই বরাত পাওয়া সংস্থার দিকে গাফিলতির অভিযোগ উঠেছিল। এ বার ঘড়ি প্রস্তুতকারক সেই সংস্থা ‘ওরেভা’র বিরুদ্ধে আরও এক চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে এল। মোরবীতে শতাব্দীপ্রাচীন সেতু সংস্কারের জন্য মোট ২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু ব্রিটিশ আমলের তৈরি ওই ঝুলন্ত সেতু সংস্কারের জন্য মাত্র ১২ লক্ষ টাকা খরচ করেছিল ওই সংস্থা। তদন্তে এমন তথ্যই উঠে এসেছে বলে দাবি করা হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, মোরবীর ওই সেতুর রক্ষণাবেক্ষণের জন্য ওই সংস্থার সঙ্গে ১৫ বছরের চুক্তি হয়েছিল। গত ২৪ অক্টোবর ওই সংস্থার চেয়ারম্যান জয়সুখ পটেল জানিয়ে দেন যে, সেতুটির সংস্কারের কাজ সম্পূর্ণ হয়েছে। সেই মতো সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। গত ৩ অক্টোবর সন্ধ্যায় আচমকা মাচ্ছু নদীর উপর ওই সেতু ভেঙে পড়ে। যার জেরে ১৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। জখম হয়েছেন আরও অনেকে।
Post a Comment