‘ভারতমাতা কি জয়’ স্লোগান দেওয়ায় মধ্যপ্রদেশের স্কুলে শাস্তির মুখে পড়ুয়া!
ODD বাংলা ডেস্ক: স্কুলের প্রার্থনার পরে ‘ভারতমাতা কি জয়’ বলার কারণে ভর্ৎসিত হল এক পড়ুয়া। পড়তে হল শাস্তির মুখেও। না, পরাধীন ভারতের কোনও ইতিহাস নয়। একেবারে এই সময়ের ঘটনা। মধ্যপ্রদেশের এক স্কুলের এই ঘটনায় স্বাভাবিক ভাবেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক।জানা যাচ্ছে, রাজ্যের গুনা জেলার খ্রাইস্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলে গত বুধবার শিবাংশ জৈন নামের এক পড়ুয়ার এই অভিজ্ঞতা হয়। সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, ''জাতীয় সংগীতের পর আমি স্লোগান দিই ‘ভারতমাতা কি জয়। এরপরই জাস্টিন স্যার এসে আমাকে লাইনের বাইরে দাঁড়াতে বলেন। তিনি ধমক দিয়ে বলেন, ‘এসব কী বলছ, যাও ফাদার ডাকছেন।’ পরে আমার শ্রেণি শিক্ষিকা জসমিনা খাতুন আমাকে বলেন, আমি যেন বাড়িতে এসব বলি''
Post a Comment