এই কয়টি পদ্ধতি মেনে মেকআপ করুন, আপনার লুক নজর কাড়বে সকলের, রইল বিশেষ টিপস



 ODD বাংলা ডেস্ক: আসছে শরীরে মরশুম। বছর শেষ মানে একের পর এক উৎসব। এই সময় একাধিক পার্টির নিমন্ত্রণ থাকে প্রায় সকলেরই। আর পার্টি মানেই সুন্দর সুন্দর পোশাক, ম্যাচিং অ্যাকসেসারিজ। পার্টিতে সকলের নজরে পড়তে নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করে চলেন প্রায় সকলেই। আজ রইল কয়টি বিশেষ টোটকা। পার্টিতে নজর কাড়তে শুধু মেকআপ করলেই হল না। সেই মেকআপ যাবে সুন্দর ভাবে ফুটে ওঠে সেদিকে রাখতে হবে নজর। এবার মেনে চলুন এই কয়টি টিপস। এই কয় উপায় মেকআপ করে চমকে দিন সকলকে। জেনে নিন কীভাবে সকলের নজর কাড়বেন।


সময় নিয়ে মেকআপ করুন সবার আগে। কোথাও যাওয়ার আগে তাড়াহুড়ো করে মেকআপ করলে তা ভালো ভাবে ফুটে উঠবে না এটাই স্বাভাবিক। তাই হাতে সময় নিয়ে মেকআপ করুন। বাড়ি থেকে বের হওয়ার অন্তত দেড় ঘন্টা আগে মেকআপ শুরু করুন। ধীরে ধীরে পর পর স্টেপ মেনে মেকআপ লাগান।


প্রতিটি পদ্ধতি শেষ করুন। মেকআপ করার ক্ষেত্রে একাধিক স্টেপ মেনে চলতে হয়। আর এই প্রতিটি স্টেপ পুরো পুরি শেষ করতে হবে। ফাউন্ডেশন যখন লাগাবেন তা ভালো করে ব্লেন্ড করবেন। কনসিলার লাগানোর সময় তাড়াহুড়ো করবেন না। তেনই বেসমেকআপ পুরোপুরি বসে গেলে তবেই চোখ ও ঠোঁটের মেকআপ করবেন।


সঠিক শেড বেছে নিন। অধিকাংশই এই ভুল করে থাকেন। মেকআপ করতে গিয়ে স্কিন টোনের থেকে হালকা শেড বেছে নেন। সে কারণে মুখে মেকআপ ফুটে ওঠে। তাই নিজের শেড বুঝে মেকআপ কিনে নিন। তা না হলে দেখা দিতে পারে সমস্যা।


টোন ডাউন রাখুন। পার্টির মেকআপের ক্ষেত্রে টোন ডাউন রাখাই ভালো। পার্টির জন্য চড়া মেকআপ ভালো নয়। এতে বেমানান লাগবে। মেনে চলুন এই বিশেষ টিপস। এতে ত্বক দেখাবে উজ্জ্বল। পার্টি মেকআপ করার আগে পার্টির জন্য কেমন ধরনের মেকআপ মানানসই হবে তা জেনে নিন।


পার্টি মেকআপে ঠোঁট সাজান সঠিক ভাবে। গাঢ় রঙের লিপস্টিক পরতে পারেন। পার্টির জন্য বেছে নিন যে কোনও লাল শেড। পরতে পারেন কালো লিপস্টিকও। পার্টির থিম কী হচ্ছে সেই বুঝে সেজে উঠুন। সকলের নজরে পড়বেন আপনি। এবার থেকে এই কয়টি পদ্ধতি মেনে মেকআপ করুন, আপনার লুক নজর কাড়বে সকলের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.