নেতাজির জন্মদিনে ‘জাতীয় ছুটি’র আবেদন, কেন্দ্রের কোর্টে বল ঠেলে শীর্ষ আদালতে মামলা খারিজ

ODD বাংলা ডেস্ক: স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু প্রাণপাত করেছেন, তাঁকে সম্মান দিতে তাই কঠিন পরিশ্রম করা উচিত। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ‘জাতীয় ছুটি’ ঘোষণা সংক্রান্ত আবেদন খারিজ করে এমনই বক্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। এর আগে একাধিকবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি জানিয়েছিলেন কেন্দ্রের কাছে। একই দাবি তুলেছিলেন আরও অনেকেই। তবে এই আবেদনের ভিত্তিতে হওয়া এক জনস্বার্থ মামলা খারিজ করে দিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।আবেদনকারী আইনজীবী কে কে রমেশকে প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেন্দ্রের, সুপ্রিম কোর্টে এমন আবেদন অর্থহীন। সূত্রের খবর, এই মামলার সওয়াল-জবাবে সময় ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ”জনস্বার্থ মামলাকে হাতিয়ার করে আপনারা ছেলেখেলা করছেন। সাম্প্রতিককালে এই ধরনের ঘটনা প্রচুর দেখা যাচ্ছে। আদালতে আসার আগে একবার অন্তত ভাবুন, আদালতের কাজ কী। আপনি নিজেও একজন আইনজীবী। আদালতকে আরও গুরুত্ব ও সম্মান দিন।” জবাবে আইনজীবী বলেন, ”আমরা শিশুদিবস পালন করছি, বুদ্ধজয়ন্তীও পালন হয়। তাহলে নেতাজির জন্মদিন এভাবে হবে না কেন?”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.