ঢেলে সাজানো হচ্ছে রাজ্যের জলপথ পরিবহণ, গঙ্গায় নামছে নতুন ২২ ভেসেল
ODD বাংলা ডেস্ক: সড়ক পরিবহণের পাশাপাশি জল পরিবহণকে সাজানোর উপও জোর দিয়েছে রাজ্য সরকার। হচ্ছে জেটির আধুনিকীকরণ, নামছে নতুন ভেসেল। এই শীতেই গঙ্গাবক্ষে নামছে দূষণহীন ২২টি নয়া জলযান। ৮০ ও ১০০ আসন বিশিষ্ট এই ভেসেলগুলো ঘাট পারাপার করবে। স্থানীয় সংস্কৃতির কথা মাথায় রেখে ভেসেলগুলোর নামকরণ করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একইসঙ্গে ৯টি অত্যাধুনিক জেটিও তৈরি করা হয়েছে। সেগুলিও উদ্বোধন হবে একইসঙ্গে।জলপরিবহণের প্রতি মানুষের নির্ভরশীলতা বাড়লে রাস্তায় গাড়ির সংখ্যাও কমবে। সেক্ষেত্রে কমবে দূষণও। ভবিষ্যতে ই ভেসেল বা বৈদ্যুতিক জলযান নামানোরও কথা দপ্তরের।
Post a Comment