মাত্র ১ বছরে দেশে কমেছে ২০ হাজার স্কুল! কমছে শিক্ষকের সংখ্যাও
ODD বাংলা ডেস্ক:‘ওরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে…।’ সত্যজিত রায়ের বিখ্যাত ছবির এই সংলাপ মনে পড়ে যায় দেশের বর্তমান শিক্ষাব্যবস্থার হাল দেখলে। শিক্ষাক্ষেত্রে সরকার যে কতটা উদাসীন তা প্রমাণ করার জন্য সরকারেরই দেওয়া একটি পরিসংখ্যান যথাযথ। দেশের স্কুল শিক্ষার হালহকিকত নিয়ে কেন্দ্রের পেশ করা একটি রিপোর্ট বলছে, স্রেফ ২০২১-২২ সালে দেশে স্কুলের সংখ্যা কমেছে প্রায় হাজার কুড়ি! যেসব স্কুল রয়েছে, সেগুলিতেও পরিকাঠামোর অবস্থা তথৈবচ।কেন্দ্রের পেশ করা রিপোর্ট অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে ভারতে স্কুলের সংখ্যা যেখানে ছিল ১৫.০৯ লক্ষ সেখানে ২০২১-২২ শিক্ষাবর্ষের শেষে স্কুলের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে মাত্র ১৪.৮৯ লক্ষ। অর্থাৎ ২০ হাজার স্কুল রাতারাতি উবে গিয়েছে। শুধু তাই নয়, এক বছরে কমেছে শিক্ষক সংখ্যাও।
Post a Comment