ইমরান খানের সভায় যাওয়ার জন্য বিয়ের মণ্ডপ ছেড়ে পালালেন পাত্র!
ODD বাংলা ডেস্ক: ইমরান খানে ডাকে সাড়া দিয়ে হবু কনেকে ছেড়ে পালালেন বর! সম্প্রতি এমনই ঘটেছে পাকিস্তানে। পাত্র ইজাজকে বিয়ে করবেন বলে বিয়ের মণ্ডপে অপেক্ষায় ছিলেন পাত্রী সিদরা নাদিম। কিন্তু বিয়ের মণ্ডপে হাজির হয়েও হঠাৎ বেপাত্তা হয়ে যান ইজাজ। পরে জানা যায়, তিনি ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের আজাদি মার্চে যোগ দিতে লাহোর চলে গিয়েছেন।একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পাত্রী জানিয়েছেন, ভালবেসে বিয়ে করতে চেয়েছিলেন ইজাজকে। কিন্তু ইজাজ তাঁর থেকেও প্রিয় রাজনৈতিক দলকে বেশি গুরুত্ব দেবেন, তা ভাবতে পারেননি তিনি। দুঃখ করে বলেছেন, বিয়ের জন্য কেটারিং, ডেকরেটার্স সবাইকে টাকা দেওয়া হয়ে গিয়েছিল। কিন্তু ইজাজের প্রস্থানে সব টাকা জলে গেল।
Post a Comment