হাতের পাতায় এই রেখা আছে? জীবন বদলে যাবে বয়স ৪০ হলেই!

 


ODD বাংলা ডেস্ক: হাতের রেখাতেই নাকি ধরা পড়ে সবকিছু। আমাদের জ্যোতিষবিদ্যায় হস্তরেখাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। জ্যোতিষশাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হল হস্তরেখাশাস্ত্র। আমাদের অতীত ও ভবিষ্যতের একটি বড় অংশের প্রতিচ্ছবি ধরা পড়ে হস্তরেখায়। আমাদের জীবনে অতীতে কী ঘটেছে এবং ভবিষ্যতে কী ঘটতে চলেছে, তার অনেকটাই আন্দাজ করা যায় হাতের রেখা খুঁটিয়ে দেখলে। এর আগে হস্তরেখার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করেছি। আজ কথা বলব হাতের আরও একটি বিশেষ রেখা নিয়ে।


অনেক সময় আমাদের হাতে বিভিন্ন রেখা মিলে নানা চিহ্ন ও প্রতীক তৈরি করে। এমনই একটি উল্লেখযোগ্য চিহ্ন হাতের পাতায় তৈরি হয়, যা দেখতে ইংরেজি বর্ণমালার H অক্ষরের মতো। আপনার হাতেও এই রেখা থাকলে নিঃসন্দেহে আপনি অত্যন্ত ভাগ্যবান। এবার আপনি নিজের হাতটা ভালো করে লক্ষ্য করে দেখুন, হেড, লাক ও হার্ট লাইন অর্থাত্‍ জীবন রেখা, ভাগ্য় রেখা ও হৃদয় রেখা একসঙ্গে মিশে কি ইংরাজি বর্ণমালার H অক্ষরের সৃষ্টি করেছে? যদি আপনার হাতে এমন H চিহ্ন থাকে, তাহলে জীবনের দ্বিতীয়াংশ আপনার জন্য খুব উল্লেখযোগ্য। ৪০ বছরের পর থেকে আপনার জীবনে দারুন সব পরিবর্তন আসবে। বলা যেতে পারে ৪০-এর পর আপনার সৌভাগ্যের চাবিকাঠি খুলে যাবে।


হস্তরেখাশাস্ত্র অনুসারে হাতের পাতায় H থাকলে বয়স ৪০ পেরোলেই অর্থনৈতিক ভাবে এক ধাক্কায় অনেকটা উন্নতি হবে আপনার। আপনার এতদিনের সব পরিশ্রমের সুফল পেতে শুরু করবেন আপনি। এমনকি যে সব সৌভাগ্যের কল্পনাও আপনি করতে পারেননি, তাও আপনার ঝুলিতে জমা হতে পারে। হাতে যাঁদের H থাকে, তাঁরা অত্যন্ত ইমোশনাল প্রকৃতির হন। অন্যকে সাহায্য করতে এঁরা সবসময় তত্‍পর।


জীবনের প্রথম দিকে বেশ কষ্ট পেতে হতে পারে এঁদের। তবে পরের দিকটা বেশ সুখেই কাটবে। এঁরা যাকে ভালোবাসেন, তার জন্য সব কিছু করতে পারেন। এঁরা অত্যন্ত পরিশ্রমী এবং পজিটিভ মানসিকতার হন। বুদ্ধির ঝলক সহজেই এঁদের মধ্যে দেখা যায়। এবার দেখে নিন আপনার হাতে H আছে কি?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.