ভাড়াটে খুনি দিয়ে ছেলেকে খুন করালেন বাবা-মা!

ODD বাংলা ডেস্ক: ছেলে প্রায় দিনই মত্ত অবস্থায় বাড়িতে ঢুকতেন। তার পর তাণ্ডব শুরু হত তাঁর। দিনের পর দিন ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এক দম্পতি। শেষমেশ ভাড়াটে খুনি এনে ছেলেকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে ওই দম্পতির বিরুদ্ধে। ঘটনাটি তেলঙ্গানার খাম্মাম জেলার।পুলিশ সূত্রে খবর, গত ১৮ অক্টোবর বছর ছাব্বিশের সাইনাথকে স্থানীয় একটি মন্দিরে ডেকে নিয়ে গিয়েছিলেন তাঁর বাবা রাম সিংহ এবং মা রানি বাঈ। আগে থেকেই তাঁরা পাঁচ জন খুনিকে ৮ লক্ষ টাকা দিয়ে ভাড়া করে রেখেছিলেন। বাবা-মায়ের সঙ্গে কালেপল্লি মাইসাম্মা মন্দিরে হাজির হন সাইনাথ। তিনি ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি যে, কেন তাঁকে মন্দিরে ডেকে আনা হল এবং পরবর্তী ঘটনাই বা কী ঘটতে চলেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.