কান এমন হল ধনী হন ব্যক্তি, প্রচুর সম্পত্তির মালিক এঁরা!

 


ODD বাংলা ডেস্ক: ঋষি সমুদ্র এই শাস্ত্র রচনা করেছেন বলে এর নাম সমুদ্র শাস্ত্র। এই শাস্ত্র ব্যক্তির শারীরিক গঠন, বৈশিষ্ট্য দেখে ব্যক্তির ভবিষ্যৎ সম্পর্কে জানতে সাহায্য করে। তেমনই কান দেখেও মানুষ চেনা যায়। কী ভাবে? জেনে নিন।


লম্বা কান


সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তিদের কান লম্বা তাঁরা খুব ভালো মানুষ হন। এঁরা অত্যন্ত পরিশ্রমী, কর্মঠ ও ব্যবহারকুশল ব্যক্তি হয়ে থাকেন। কোনও কাজ হাতে নিলে তা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে ভালোবাসেন এই রাশির জাতকরা। শুধু নিজের কাজেই নয়, বরং অন্যের কাজে দেরি হলেও এঁরা তা সহ্য করতে পারেন না। লম্বা কানের ব্যক্তির বুদ্ধির প্রতীক হন। ধনী হন এঁরা।


ছোট কান


সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তিদের কান ছোট হয় তাঁরা অত্যন্ত শক্তিশালী ও বিশ্বস্ত হয়ে থাকেন। এই জাতকদের ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। তবে এঁরা বাচাল হন। সমুদ্র শাস্ত্র অনুযায়ী আর্থিক দিক দিয়ে দুর্বল হন এই রাশির জাতকরা। কৃপণ স্বভাবের হন এঁরা।


কান খুব ছোট হলে


যাঁদের কাজ সাধারণের চেয়েও বেশি ছোট, তাঁরা ঈশ্বরে বিশ্বাস করেন। কিন্তু এঁরা কাউকে প্রতারিত করার আগে দুবারও ভাবেন না। নিজের কাজ কী ভাবে হাসিল করা যায় তা এঁদের খুব ভালো ভাবে জানা। এঁরা অত্যন্ত চঞ্চল স্বভাবের হন। এঁদের কাছে প্রচুর ধন সম্পত্তি থাকে।


চওড়া কান


সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী কোনও ব্যক্তির কান যদি সাধারণের চেয়ে বেশি চওড়া হয়, তা হলে তাঁরা অত্যন্ত ধনী ব্যক্তি হন। নিজের জীবনে সমস্ত ধরনের সুখ-সুবিধা লাভ করতে পারেন এই জাতকরা। এমন ব্যক্তির সুযোগের সদ্ব্যবহার করে থাকেন। আবার যে কোনও কাজ করার আগে নিজের লাভ-লোকসান সম্পর্কে ভালোভাবে যাচাই করে নেন এমন কানের ব্যক্তি।


মোটা কান


শাস্ত্র মতে মোটা কানের ব্যক্তিরদের শিরায় শিরায় সাহস ও নেতৃত্ব ক্ষমতার গুণ বর্তমান। সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী এমন ব্যক্তি রাজনীতির ক্ষেত্রে অনেক এগিয়ে থাকেন। নিজের কর্মক্ষেত্রে যে কোনও কাজে সবসময় অগ্রণী ভূমিকা গ্রহণ করেন এই জাতক।



গজকর্ণ


জ্যোতিষ মতে যে ব্যক্তির কান হাতির মতো বড় এবং লম্বা তাঁরা দীর্ঘায়ু হন। সমাজে প্রতিষ্ঠা লাভ করেন এই জাতকরা। পাশাপাশি সম্ভ্রান্ত বর্গের মানুষ হন এঁরা। যাঁদের কান হাতির মতো তাঁরা অত্যন্ত পরিশ্রমী হন। জীবনে উন্নতির শিখরে পৌঁছন এই জাতকরা। আবার চাকরিজীবী কোনও জাতকের কান বড় ও লম্বা হলে তাঁরা উচ্চপদস্থ আধকিারিক হতে পারেন।


ওপরের দিকে উঠে থাকা কান


সমুদ্র শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তিদের কান ওপরের দিকে উঠে থাকে তাঁরা অন্তর্মুখী হন। মনের কথা মনের মধ্যেই চেপে রাখেন এঁরা। লাজুক স্বভাবের এই জাতকরা সবসময় আর্থিক সমস্যায় দিন কাটান।


কানের গোড়ার সঙ্গে যুক্ত থাকে যে কান


যে জাতকদের কান গোড়ার সঙ্গে যুক্ত থাকে, তাঁরা ধনী হন। কাজের ক্ষেত্রে অত্যন্ত পরিশ্রমী হন এঁরা। স্বচ্ছতা বজায় রেখে যে কোনও কাজ সম্পন্ন করেন। শাস্ত্র মতে এই জাতকরা দীর্ঘায়ু হয়। নিজের পরিশ্রমের জোরে প্রচুর ধন-সম্পত্তি অর্জন করতে পারেন এই জাতকরা।


গোল কান


সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তিদের কান গোল আকারের হয় তাঁদের কাছে কখনও ধন-সমৃদ্ধির অভাব থাকে না। এঁরা সমস্ত ধরনের সুখ-সুবিধা লাভ করে। এই জাতকরা নিজেই নিজের লক্ষ্য নির্ধারণ করেন এবং সহজে লক্ষ্য অর্জন করতে পারেন। এঁরা যা কামনা করেন, তা-ই পেয়ে যান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.