গুরু নানকের জন্মদিবসে CAA নিয়ে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদীর

ODD বাংলা ডেস্ক: দেশে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রয়োগের ওপরে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুরুনানক দেবের ৫৫৩ তম জন্মদিবসে জাতীয় রাজধানীর এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, কেন্দ্র এই আইন প্রণয়ন করেছে দেশভাগের ফলে ক্ষতিগ্রস্ত হিন্দু ও শিখ পরিবারগুলিকে সাহায্য করতে। এর আগে অবশ্য কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডা ভোটের প্রচারে সিএএ নিয়ে মন্তব্য় করেছেন।প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশভাগের সময় পঞ্জাব ও দেশের জনগণের আত্মত্যাগের স্মরণে দেশ ভাগ স্মরণ দিবস পালন শুরু করেছে। সরকার সিএএ-র মাধ্যমে দেশভাগের ফলে প্রভাবিত হিন্দু ও শিখ পরিবারগুলিকে নাগরিকত্ব দেওয়ার উপায়ও তৈরির চেষ্টা করেছে। গুজরাতের প্রতিবেশী দেশে নির্যাতিত শিখ পরিবারগুলিকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। এই বিষয়টি তাঁদের আত্মবিশ্বাস দিয়েছে, যে ভারত বিশ্বের যে কোনও জায়গায় বসবাসকারী শিখদের আবাসস্থল।প্রধানমন্ত্রী মোদী, ২০২০-র দিল্লি বিধানসভা নির্বাচনের পর থেকে সিএএ নিয়ে মন্তব্য করা থেকে বিরত ছিলেন। তিনি বিষয়টি নিয়ে এই প্রথম মন্তব্য করলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.