টেট নিয়ে আরও একটি মামলা দায়ের হাইকোর্টে, বিশেষ নির্দেশ বিচারপতি গাঙ্গুলীর

ODD বাংলা ডেস্ক: মামলার ফাঁস থেকে মুক্তি নেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার। আবারও নতুন করে আরও একটি আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ ২০১৪ এবং ২০১৭ টেট উত্তীর্ণ মামলাকারীরা। কোনও টেট-এর ক্ষেত্রেই পরীক্ষার নম্বর প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। দুটি ক্ষেত্রেই শুধুমাত্র উত্তীর্ণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে পর্ষদ বলে জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। আবেদন শোনার পর মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার হবে শুনানি।একইসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চেয়েছেন ২০১৪ ও ২০১৭ সালের টেট পরীক্ষার নম্বর প্রকাশ নিয়ে কী ভাবছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মামলাকারীদের আইনজীবীদের পর্ষদ সভাপতির সঙ্গে অবিলম্বে বৈঠকে বসার কথা বলেছেন তিনি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.