জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গের সুরক্ষা নিয়ে চিন্তা, বেঞ্চ গড়ল সুপ্রিম কোর্ট


ODD বাংলা ডেস্ক: বারাণসীর জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদনের শুনানিতে এবার নতুন বেঞ্চ গঠন করল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিকেল তিনটের সময় সেই নতুন বেঞ্চে মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে। হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন বৃহস্পতিবার জানিয়েছেন, প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এ বার জ্ঞানবাপী মামলার শুনানি হবে। হিন্দুদের তরফে আবেদন করা হয়েছে যে আদালতের সংশ্লিষ্ট একটি নির্দেশেই জ্ঞানবাপী মন্দিরের ভিতরে থাকা ওই 'শিবলিঙ্গ' এবং তার আশপাশের অংশ সংরক্ষণ করতে বলা হয়েছে ৷ হিন্দু তরফে এই নির্দেশের মেয়াদ বাড়ানোর দাবি তোলা হয়েছিল ৷ শুক্রবার এই বিষয়েই শুনানি হবে শীর্ষ আদালতের বিশেষ বেঞ্চে, এমনটাই খবর। এর আগে গত ১৭ মে বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয়। সেখানে বলা হয়েছিল নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দিতে পারে বারাণসীর আদালত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.