রোয়িংয়ের সময় রবীন্দ্র সরোবরে ফের উল্টে গেল বোট !
ODD বাংলা ডেস্ক: রোয়িংয়ের সময় রবীন্দ্র সরোবরে ফের উল্টে গেল বোট। উদ্ধার করা হল একজনকে। আজ, শনিবার সকাল ৭টা ৩০ মিনিটের ঘটনা। রেসকিউ বোট এসে উদ্ধার করে বোটটিকে । রবীন্দ্র সরোবরে মাস কয়েক আগে রোয়িং করার সময় ঝড়ের কবলে পড়েছিল একটি বোট। তার ফলে ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। মৃত্যু হয় দু’জনের। ঘটনাটি ঘটেছিল চলতি বছরের ২১ মে ৷ এরপর থেকে দীর্ঘদিন বন্ধ ছিল রোয়িং। কালীপুজোর পর নির্দিষ্ট গাইডলাইন মেনে ফের শুরু হয় রবীন্দ্র সরোবরে ওয়াটার স্পোর্টস। ছ'মাস কাটতে না কাটতেই ফের সেখানে উল্টে গেল বোট।রোয়িং করার সময় বোট উল্টে যাওয়ার প্রধান কারণগুলির মধ্যে যে কারণগুলো থাকে তা হল, একটা বোটের সঙ্গে যদি একটা বোটের ধাক্কা লাগে, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পাশাপাশি বোটের কোনও ত্রুটি থাকলে। কিন্তু এদিন কোনও বোটের সঙ্গে কোনও বোটের ধাক্কা লাগেনি, প্রাকৃতিক বিপর্যয়ও নেই, তাহলে কী কারণে আজ ফের উল্টে গেল বোট? এই প্রশ্নই উঠতে শুরু করেছে।
Post a Comment