ফের জেল হেফাজতে সায়গল হোসেন, এবার অনুব্রতর দেহরক্ষীর ঠাঁই তিহাড় জেলে

ODD বাংলা ডেস্ক: ফের জেল হেফাজতে সায়গল! গরু পাচার মামলায় অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে ১৪ দিনের জেল হেফাজত হয়েছে।দু'দফায় দিল্লিতে ইডি হেফাজতের পর জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউস অ‍্যাভিনিউ আদালত। এবার তিহার জেলে পাঠানো হবে সায়গল হোসেনকে।২৮ অক্টোবর দিল্লির আদালতে সায়গলকে পেশ করে ইডি জানায়,  সায়গলের হোসেনের সামনে তাঁর স্ত্রী, মা ও শ্যালককে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতকে ইডি জানিয়েছে, ইতিমধ্যেই সায়গলের স্ত্রী, মা এবং শ্যালককে দিল্লিতে তলব করা হয়েছে৷  সেদিন সায়গল হোসেনকে আরও আট দিন ইডি হেফাজতে রাখার নির্দেশ দেয় দিল্লির রাউজ অ্যাভিনিউয়ের বিশেষ সিবিআই আদালতের বিচারক৷ আজ, শুক্রবার ফের আদালতে পেশ করা হলে রাউস অ‍্যাভিনিউ আদালত সায়গলকে জেল হেফাজতের নির্দেশ দেয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.