'টন প্রতি ৬০০ টাকা...!' কয়লায় তোলাবাজি নিয়ে বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপির সৌমিত্র খাঁ


ODD বাংলা ডেস্ক: কয়লা পাচার তদন্তের মাঝেই এবার বৈধ কয়লার কারবারেও 'তোলাবাজি'র বিস্ফোরক অভিযোগ। কোল,মাইনস অ্যান্ড স্টিল স্ট্যান্ডিং কমিটির সদস্য তথা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এই মর্মে চিঠি লিখলেন পূর্ব ভারতের সর্ববৃহৎ কয়লা উত্তরকারী সংস্থা ECL কর্তৃপক্ষকে। কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে অন্যায়ভাবে ৬০০ টাকা করে টন প্রতি নেওয়ার অভিযোগে সরব সৌমিত্র খান।খনি কর্তৃপক্ষকে এই অনৈতিক কাজের ব্যাপারে প্রয়োজনীয় তদন্তের আর্জি জানানো হয়েছে চিঠিতে। স্বচ্ছতা বজায় রাখতে ইসিএলের তরফে কয়লার E- auction ব্যবস্থা চালু হয়েছে। এবার অনলাইন বৈধ কয়লার কারবারেও 'তোলাবাজি'র অভিযোগে ECL এর CMD কে চিঠি লিখে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানিয়েছেন সৌমিত্র।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.