দিল্লির রামলীলা ময়দানে উদ্ধার হওয়া কাটা মুন্ডু, পচাগলা হাত কি শ্রদ্ধার? ঘনাচ্ছে রহস্য
ODD বাংলা ডেস্ক: পূর্ব দিল্লির ত্রিলোকপুরী এলাকায় রামলীলা ময়দান থেকে গত জুনে একটি কাটা মুন্ডু এবং একটি কাটা হাত উদ্ধার করেছিল পুলিশ। সেগুলি আবর্জনা স্তূপের মাঝে খোলা অবস্থায় পড়েছিল। তার ঠিক কয়েক দিন আগেই খুন হয়েছিলেন শ্রদ্ধা ওয়ালকর। উদ্ধার হওয়া সেই কাটা মুন্ডু এবং দেহাংশ কি তা হলে শ্রদ্ধার? ভাবাচ্ছে পুলিশকে।পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত শ্রদ্ধার কাটা মাথা উদ্ধার হয়নি। ফলে জুনে রামলীলা ময়দানে উদ্ধার হওয়া সেই মাথা শ্রদ্ধার ছিল কি না তার ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ। জুনে যে পচাগলা দেহাংশ মিলেছিল, সেগুলি এক জনেরই বলে মনে করছেন তদন্তকারীরা। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, যে কাটা মুন্ডু উদ্ধার হয়েছিল সেটি ফ্রিজে রাখা হয়েছিল। ইতিমধ্যেই এই মামলাটি দক্ষিণ দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
Post a Comment