আচমকাই লকডাউন ঘোষণা, পার্কে আটকে পড়লেন দর্শনার্থীরা
ODD বাংলা ডেস্ক: করোনা সংক্রমণ প্রতিরোধে ফের লকডাউনের পথে হাঁটল চিন।স্থানীয় কয়েকজন আক্রান্ত হওয়ায় সোমবার সাংহাইয়ের ডিজনি পার্কে হঠাৎ লকডাউন ঘোষণা করা হয়। এর জেরে পার্কে আটকে পড়েন দর্শনার্থীরা। করোনা নেগেটিভ না হওয়া অবধি কাউকেই পার্কের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। গত শনিবার সাংহাইয়ে ১০ জন করোনা পজিটিভ হওয়ার পর স্থানীয়ভাবে লকডাউন জারি করা হয়। সোমবার পার্কটি বন্ধ করে দেওয়া হয়। আটকে পড়া দর্শনার্থীদের বলা হয়েছে, কোভিড পরীক্ষার ফল নেগেটিভ না হলে পার্কের বাইরে যেতে দেওয়া হবে না। এর জেরে থিম পার্কের পাশাপাশি, শপিং স্ট্রিট সহ সাংহাইয়ের আশেপাশের একাধিক এলাকা সোমবার বন্ধ হয়ে যায়। চিনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, লকডাউন ঘোষণার পর পার্ক থেকে বের হওয়ার জন্য দর্শনার্থীরা পার্কের গেটের দিকে ছুটে আসছেন।
Post a Comment