সিকিমের গ্যাংটকের মতো এবার দার্জিলিংও নিষিদ্ধ হল ধূমপান

ODD বাংলা ডেস্ক:  সিকিমের গ্যাংটকের মতো দার্জিলিংকে দূষণমুক্ত রাখতে বিশেষ উদ্য়োগ নিল দার্জিলিং পুরসভা।এবার শৈলশহরে প্রকাশ্যে ধূমপান, ধুতু বা ময়লা ফেললেই হবে মোটা টাকা জরিমানা।এর আগেই অবশ্য এ সংক্রান্ত নোটিশ জারি হয়েছিল পুরসভার তরফে, এবার শনিবার থেকে জারি হচ্ছে কড়া নিয়মাবলী।দার্জিলিং পুরভার তরফে জানা গিয়েছে এখন থেকে দার্জিলিং-এ প্রকাশ্যে ধূমপান করলেই দিতে হবে ৫০০ টাকা জরিমানা।এছাড়া থুতু ফেললে ৫০০ টাকা এবং আবর্জনা ফেললে ৫০০০টাকা জরিমানা দিতে হবে। এজন্য দার্জিলিলিং-এর ম্যাল , বাজার স্টেশনে নজরদারি চালাবে কলকাতা পুরসভার বিশেষ টিম। নিয়মভঙ্গ করা হচ্ছে দেখলেই স্পট ফাইন করা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.