ঘর ছেড়ে খোলা আকাশের নীচে কেটে গেল ৬০০ দিন! এসএসসি চাকরিপ্রার্থীদের আন্দোলনের গতি কোন দিকে?
ODD বাংলা ডেস্ক: শহর কলকাতার কেন্দ্রবিন্দুতে গান্ধীমূর্তির পাদদেশে সেই এসএসসি চাকরিপ্রার্থীদের লাগাতার আন্দোলন শুক্রবার ৬০০ দিনে পা রাখল।‘নিয়োগ চাই’— এই দাবি থেকে এখনও তাঁদের টলাতে পারেননি কেউ। পেয়েছেন আশ্বাস। পেয়েছেন ভরসা। কিন্তু দাবিপূরণের পথে এক পা-ও এগোননি। হাতে প্ল্যাকার্ড, চলছে ‘নিয়োগ চাই, নিয়োগ চাই’ বলে স্লোগানও।রাজ্যের দূরদূরান্ত থেকে বহু চাকরিপ্রার্থী ঘরবাড়ি ছেড়ে দিনের পর দিন, রাতের পর রাত গান্ধীমূর্তির পাদদেশে বসে রয়েছেন। প্রত্যেকের চোখেমুখে হতাশার ছবি। কারও চোখের কোণে জমছে যন্ত্রণার জল। শরীরে ক্লান্তি নামছে কারও কারও। কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়ার শক্তি হারাননি কেউই।‘দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবেই!’’ আগামী দিনে আন্দোলনের ঝাঁজ আরও তীব্র করার ইঙ্গিত দিয়েছেন চাকরিপ্রার্থীরা।
Post a Comment