ভিন ধর্মে বিয়ে আটকাতে পারে না রাষ্ট্র, স্পষ্ট জানাল হাই কোর্ট
ODD বাংলা ডেস্ক: লাভ জেহাদ নিয়ে সরগরম ভারতীয় রাজনীতি। ‘ইন্টার-ফেথ ম্যারেজ’ বা ভিন ধর্মে বিয়ে এবং ধর্মান্তকরণের বিরুদ্ধে সরব হয়েছে দক্ষিণপন্থীরা। বেশ কিছু রাজ্যে লাগু হয়েছে ধর্মান্তকরণ বিরোধী আইন। এহেন পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ ভাবে দিল্লি হাই কোর্ট স্পষ্ট জানিয়েছে, ভিন ধর্মে বিয়ে আটকাতে পারে না রাষ্ট্র।বুধবার একটি মামলায় দিল্লি হাই কোর্ট স্পষ্ট জানায়, ভিনধর্মীদের মধ্যে বিয়ে বা অন্য ধর্মে বিয়ে আটকানোর কোনও অধিকার নেই রাষ্ট্রের। এদিন হাই কোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার এজলাসে ভিন্ন ধর্মের দুই বিদেশি নাগরিকের বিয়ে সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। মামলাকারী যুগলের মধ্যে যিনি মহিলা তিনি হিন্দু এবং কানাডার নাগরিক। তাঁর সঙ্গী পুরুষটি মার্কিন এবং খ্রিস্ট ধর্মাবলম্বী। ভারতীয় আইন মেনে এদেশে বিয়ে রেজিস্ট্রি করানোর আবেদন জানিয়েছেন তাঁরা। যেহেতু দু’জনেই নিজের নিজের ধর্ম পালনে আগ্রহী তাই ‘স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’-এর অধীনে এই আবেদন জানানো হয়েছে।
Post a Comment