মধ্যরাতে গাড়ি লক্ষ্য করে এলোপাথারি ইটবৃষ্টি, অল্পের জন্য রক্ষা পেলেন অপরাজিতা আঢ্য
ODD বাংলা ডেস্ক: মধ্যরাতে হঠাৎ গাড়িতে ইঁট, ভাঙচুর! অল্পের জন্য রক্ষা পেলেন অপরাজিতা আঢ্য! গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নতুন ছবির প্রচারের কাজ শেষে স্টুডিয় গিয়েছিলেন অভিনেত্রী। ধারাবাহিক 'লক্ষ্মীকাকিমা সুপারস্টার'-এর শ্যুটিং সারতে। শ্যুটিং শেষ হতে হতে প্রায় রাত ১২টা বাজে। তারপর একটা ফোন আসায় স্টুডিও থেকে রূপটান ঘরে চলে যান অপরাজিতা। আর ঠিক সেই সময়েই নাকি এলোপাথাড়ি ইঁটবৃষ্টি শুরু হয় স্টুডিওতে। অভিনেত্রীর কথায়, 'স্টুডিওর সামনেই রাখা ছিল আমার গাড়িটা। দাদার ফোন আসায় আমি সেট ছেড়ে স্টুডিও থেকে বেরিয়ে মেকআপ রুমে চলে গিয়েছিলাম। বাকি সবাই তখন শটে ছিল। ওইসময় কেউ স্টুডিও সামনে থাকলে বড়সড় ক্ষতি হতে পারত। আমার গাড়িটা কেবল সামনে ছিল। আর তাই ওটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাচ ভেঙেছে, দুমড়ে গিয়েছে কিছুটা অংশ। গাড়িতে আমি থাকলে ইটটা আমার মুখে এসে লাগত।'
Post a Comment