সুপ্রিম নির্দেশে রাজীব গান্ধির হত্যাকাণ্ডে মুক্তি বাকি ছয় সাজাপ্রাপ্তেরও!


ODD বাংলা ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নলিনি শ্রীহরণ সহ বাকি ছ' জনকেও মুক্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ এই ছ' জনকে মুক্তির জন্য রাজ্যপালকে সুপারিশ করেছিল তামিলনাড়ু সরকার৷ এ দিন মুক্তির নির্দেশ দিতে গিয়ে সে বিষয়টিরও উল্লেখ করে শীর্ষ আদালত৷গত মে মাসে আর এক সাজাপ্রাপ্ত পেরারিভালানকেও মুক্ত করে দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ তিনিও প্রায় তিরিশ বছর জেল খেটেছিলেন৷জেল থেকে মুক্তি পাওয়ার পর নলিনি বলেন, 'এত বছর ধরে আমি জেলের ভিতরে যন্ত্রণা ভোগ করেছি৷ গত ৩২ ঘণ্টা আমার জীবনে অন্যতম লড়াই ছিল৷ যাঁরা আমার পাশে থেকেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ৷ তামিলনাড়ুর মানুষ এবং আইনজীবীদেরও ধন্যবাদ জানাই৷'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.