‘রামমোহনের ছায়া দেখতে পাচ্ছি’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশংসায় শুভেন্দু অধিকারী
ODD বাংলা ডেস্ক: রাজ্যের একের পর এক নিয়োগ দুর্নীতি সামনে এসেছে সাম্প্রতিককালে। শাসকদলের তাবড় নেতা, প্রভাবশালীরা জেলে গিয়েছেন এই দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত হয়ে। এবং এই গোটা বিষয়টির নেপথ্যে রয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুর্নীতি নিয়ে বরাবর কঠোর থেকেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। চাকরিপ্রার্থীদের কাছে তিনি ‘ভগবান’। এহেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।শুভেন্দু বলেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে রাজা রামমোহন রায়ের ছায়া দেখতে পাচ্ছি। সরাসরি হয়ত ভগবান বলতে পারছি না ঠিকই। তবে সংস্কারক তো বটেই। উনি সমাজ সংস্কারক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে চলেছেন।’
Post a Comment