মুখ্যমন্ত্রীর বাড়ির পাশের স্কুলে নিয়োগ চাইলেন শুভেন্দু!


ODD বাংলা ডেস্ক:  প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ২০১৪ র টেট পাশ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। আর সেই তালিকা ঘিরেই যাবতীয় বিতর্ক। কারণ প্রকাশিত সেই তালিকাতে নাম রয়েছে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর নাম। এমনকি নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়েরও।আর এরপরেই এই বিষয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ সোমবার সকালে একটি কর্মসূচিতে যোগ দেন তিনি। আর সেখানেই এই বিষয়েই সাংবাদিকরা প্রশ্ন করেন বিরোধী দলনেতাকে। আর তা শুনেই তাঁর প্রশ্ন, কবে দেওয়া হবে আমাকে অ্যাপয়েন্টমেন্ট? শুধু তাই নয়, হরিশচন্দ্র চ্যাটার্জি স্ট্রিটের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশের কোনও স্কুলে যাতে আমাকে পড়ানোর সুযোগ দেওয়া হয় সেই আবেদন রাখেন শুভেন্দু অধিকারী। তবে এহেন কেলেঙ্কারির জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূতদের ধরার কথাও বলেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.