“আন্দোলনের সঙ্গে চাকরির সম্পর্ক কী? চাকরি তো যোগ্যতা বা মেধার ভিত্তিতে হবে’’: ব্রাত্য বসু
ODD বাংলা ডেস্ক: আন্দোলন করলে সবাইকে চাকরি দিতে হবে, এটা হতে পারে না।- পরীক্ষা ও ইন্টারভিউ পাশ করে চাকরির আশায় রাস্তায় নামা আন্দোলনকারীদের উদ্দেশে সোমবার বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পরীক্ষা ও ইন্টারভিউ পাশ করে চাকরির আশায় রাস্তায় নামা আন্দোলনকারীদের উদ্দেশে সোমবার বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর কথায়, “আন্দোলনের সঙ্গে চাকরির সম্পর্ক কী? চাকরি তো যোগ্যতা বা মেধার ভিত্তিতে হবে।’’চাকরিপ্রার্থীদের মতে, অযোগ্যরা চাকরি পেয়েছেন বলেই তো যোগ্যরা আজ রাস্তায় বসে রয়েছেন। গ্রুপ-সি এবং গ্রুপ-ডি-র চাকরিপ্রার্থী শুভেন্দু দফাদার বলেন, ‘‘আমরা যে যোগ্য, তা বাগ কমিটির রিপোর্ট বলেছে। আদালতও বলেছে। অযোগ্যদের চাকরি বাতিলেরও নির্দেশ দিয়েছে। কী ভাবে আমাদের অযোগ্য তকমা দিচ্ছেন শিক্ষামন্ত্রী?’’
Post a Comment