বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে বন্ধ তারাপীঠ মন্দিরের গর্ভগৃহ

ODD বাংলা ডেস্ক: মঙ্গলবার বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তা দেখা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আর গ্রহণের সময়ে বন্ধ থাকবে তারাপীঠ মন্দিরের  গর্ভগৃহ। বন্ধ থাকবে মন্দিরের প্রবেশদ্বার, পুজো দেওয়াও। মঙ্গলবার সকালে তারাপীঠ মন্দির কমিটি বিজ্ঞপ্তি দিয়ে একথা জানোনো হয়েছে। তবে বীরভূমের অন্যান্য সতীপীঠে গ্রহণের সময়ে পুজো হবে কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।জ্যোতির্বিজ্ঞানীদের হিসেবনিকেশ অনুযায়ী, কলকাতায় পূর্ণগ্রাস গ্রহণ প্রত্যক্ষ করা যাবে। বিকেল ৪টে ৫২ মিনিট থেকে গ্রহণ শুরু হবে। সবচেয়ে ভাল দৃশ্য দেখা যাবে ৪টে ৫৫এ। সন্ধে প্রায় সাড়ে ৭টা পর্যন্ত চলবে গ্রহণ। এই সময়ে বন্ধ থাকবে তারাপীঠ মন্দিরের গর্ভগৃহ। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিকেল ৪টে ৪৯ থেকে থেকে সন্ধে ৬টা ১৯ মিনিট পর্যন্ত তা বন্ধ রাখা হবে। তবে মন্দিরের দরজা বন্ধ হবে আরও আগেই – বিকেল ৩টে ৪৫ মিনিটে। অর্থাৎ এরপর থেকে সন্ধে প্রায় সাড়ে ছ’টা পর্যন্ত তারাপীঠ মন্দিরের ভিতরে ঢুকতে পারবেন না ভক্তরা। পুজো দেওয়ার জন্যও অপেক্ষা করতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.