সঙ্গী ঘনিষ্ঠতায় আকর্ষণ না দেখালে...
ODD বাংলা ডেস্ক: কবি গুরুর সেই কথাগুলো মনে আছে? ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ’। হ্যাঁ, দাম্পত্য সম্পর্কের সৌন্দর্য মনে ও শরীরে। তবে মনকে প্রাধান্য না দিলে কোনকিছুই আর ঠিক থাকে না।
বিয়ের পরের কিছুদিন মানুষ একভাবে জীবন কাটান। তখন শুধুই আনন্দ থাকে সর্বত্র। কোনো জটিলতা দেখা যায় না। তবে সময় যেতে না যেতেই সেই জীবন রেখায় নতুন একটা মোড় আসে।
মানুষ একে অপরের উপর থেকে আকর্ষণ হারাতে শুরু করেন। এবার অনেক সময়ই স্বামী-স্ত্রীর শারীরিক ঘনিষ্ঠতায় মন থাকে না। সেই পরিস্থিতিতে কী করবেন? আসুন জানা যাক।
সম্পর্ক বিশেষজ্ঞরা বলেন, একটি সম্পর্ককে ঠিকমতো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুটি মানুষের সমান দায়ভার থাকা উচিত। তবে অনেক ক্ষেত্রে নিজেদের মধ্যে সেই দায়িত্ববোধ কমতে থাকে। এই পরিস্থিতি কী ভাবে ভালোবাসা আবার জাগিয়ে তোলা যায় , এটা বুঝে নেয়া সব থেকে বেশি জরুরি।
এক্ষেত্রে সঙ্গী যদি ঘনিষ্ঠতায় আকর্ষণ না দেখান প্রথমত কিছুদিন চুপ থাকুন। অবশ্য বেশিদিন এই বিষয়টা মেনে নিলে সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য ছন্দ হারাতে পারে। সেক্ষেত্রে নিজেদের ভালো চাইলে আজ থেকেই নতুন লড়াই শুরু করে দেওয়ার চেষ্টা করুন।
তবে অনেকে বুঝতে পারেন না যে এই পরিস্থিতি সামলাবেন কীভাবে? কারণ তারা কারো সঙ্গে এই বিষয়ে কথা বলতেও পারেন না। কিন্তু এবার আর সেই চিন্তা করে লাভ নেই। বরং চেষ্টা করুন এই টিপসে নিজের মধ্যে ভালোবাসা ফেরাতে।
>> আসলে কথা বলার মাধ্যমে সব সমস্যার সমাধান হয়। মানবজাতীর ইতিহাসে সবথেকে বড় অস্ত্রের নাম কথা বলার ক্ষমতা। এর মাধ্যমে সব কিছু মিটিয়ে নেয়া যায়। আবার যুদ্ধ বাঁধাতেও সময় লাগে না। সেই পরিস্থিতিতে সতর্ক থাকুন। চেষ্টা করুন নিজেদের সময় দেওয়ার। এক্ষেত্রে কথার মাধ্যমে যাবতীয় ভুল ভাবনা থেকে শুরু করে নানা সমস্যা মিটিয়ে নিন। আশা করছি এভাবেই আপনারা ভালো থাকতে পারবেন।
>>অনেকক্ষেত্রে মানুষকে বুঝতে হয় যে জীবনকে রুটিনে পরিবর্তন করলে চলবে না। সেক্ষেত্রে একঘেয়েমি আসতে পারে সম্পর্কের মধ্যে। আপনার যেমন রোজ এক কাজ করতে ভালো লাগে না। ঠিক তেমনই প্রতিদিন বাড়িতে এসে একই খাবার খেয়ে ঘুমাতে যেতে ভালো না লাগতেও পারে। সেই পরিস্থিতিতে সঙ্গী কেন আকর্ষণ হারাচ্ছেন জীবনে, এটা খুঁজে বের করার দায়িত্ব কিন্তু আপনার উপর বর্তায়। এই সত্য উদঘাটন করলেই সমস্যা দূর হবে।
>>সম্পর্কে কোথাও ভুল হতে পারে। ভুলের ঊর্ধ্বে কেউ নন। যে কোনো মানুষ ভুল করতে পারেন। তাই ভুল আপনারও হওয়া সম্ভব। এই পরিস্থিতিতে সতর্ক হয়ে যাওয়ার চেষ্টা করুন। নিজের কোথাও কোনো ভ্রান্তি থাকলে তা সঙ্গীর সঙ্গে আলোচনা করুন। নিজে সেই বিষয়টি খুঁজে না পেলে সঙ্গীকে বলুন। তিনি আপনাকে দেখাতে পারেন ঠিক কোথায় হচ্ছে সমস্যা। তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখা দরকার। তবেই দ্রুত সমস্ত কিছু সমাধান করতে পারবেন।
>>আপনি একটু রোম্যান্টিক হওয়ার চেষ্টা করুন মশাই। পুরনো জীবনে ফিরে যেতে হলে তো সেই দিকে তাকাতে হবে। আবারও নিজেদের মধ্যে আকর্ষণ ফেরান। চেষ্টা করুন সঙ্গীকে যত শীঘ্র সম্ভব এই খেলায় প্রবেশ করানোর। তিনি এই পর্বে প্রবেশ করলেই সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে। তাই এবার থেকে বিষয়টির দিকে অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করুন। নিজেদের রোমান্টিক করতে চাইলে খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে।
>>ঘুরে আসার থেকে ভালো কোনো সমাধান আমাদের কাছে নেই। আপনি ঘুরতে যেতে পারলেই এই সমস্যার সহজ সমাধান আপনি করে ফেলতে পারবেন। এক্ষেত্রে কাছে পিঠে কোথাও যান। সেখানে দুই-তিন রাত থেকে আসুন। প্রকৃতির মাঝে নিজেরা থাকতে খারাপ লাগবে না একবারেই। তাই বেরিয়ে পড়ার চেষ্টা করুন অবশ্য়ই। এভাবেই ভালো থাকতে পারবেন। ফিরবে হারিয়ে যাওয়া প্রেম। মনে লাগবে দোলা।
Post a Comment