জেসন বর্ন সিআইএর কাল্পনিক চরিত্র নন, তিনি বাস্তব, মদ্যপান করেন!

 


ODD বাংলা ডেস্ক: জনপ্রিয় ফিকশনাল চরিত্র জেসন বর্ন। রবার্ট লুডলামের সৃষ্ট এই চরিত্রের লাখ লাখ ভক্ত দুনিয়াজোড়া। মনে মনে নিজেকে বর্নের জায়গায় কল্পনা করেন হয়তো অনেকেই। তবে এবার দেখা পাওয়া গেল এমন ব্যক্তিকে, যিনি নিজেকে স্রেফ বর্ন মনেই করেন না, সদম্ভে সেই ঘোষণাও দিয়ে বেড়ান! খবর দ্য গার্ডিয়ানের।


গত সেপ্টেম্বরের একদিন বিকেল সোয়া ৪টার দিকে ইংল্যান্ডের ডারহাম শহরে এক লোক নিজেকে জেসন বর্ন দাবি করেন। ওই লোকের দেখা মিলেছিল ডারহামের এলভেট ব্রিজের কাছে। 


নিজেকে বর্ন দাবি করা ওই লোককে দেখা যায়, তিনি পুলিশের উদ্দেশে গালাগাল করেতে করতে বলছেন, 'আমি জেসন বর্ন। হলিউড ফিল্ম সিরিজের চরিত্র।'


স্থানীয় পুলিশের কাছে নিজের পরিচয় ফাঁস করেই ক্ষান্ত হননি 'জেসন বর্ন', নিজের শরীরে আঁকা ট্যাটুও দেখিয়ে দেন। 


তারপর পালানোরও চেষ্টা করেন ডারহামের 'জেসন বর্ন'। কিন্তু দুর্ভাগ্য, পুলিশের হাতে ধরা পড়ে যান অ্যাকশন সিনেমার তারকা জেসন বর্ন! 


পুলিশের হাতে ধরা পড়ার পর জানা যায়, নিজেকে বর্ন দাবি করা ওই লোকের আসল নাম পল স্টিফেন্স, বয়স ৪২। অতীতেও মদ্যপান করে মাতলামির রেকর্ড আছে তার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.