ত্বকের আর্দ্রতা হারানোর পাঁচ লক্ষণ


 

ODD বাংলা ডেস্ক: অনেকে মনে করেন, ঋতু পরিবর্তন হলে ত্বকের আদ্রতাও পরিবর্তন হয়। ত্বক বিশেষজ্ঞরা কিন্তু তা বলছেন না। তারা অবশ্য এর সঙ্গে একমতও নন। ত্বকে যদি কোনো সমস্যা থেকে থাকে, তা সব সময়েই থাকে।

বিশেষজ্ঞদের মতে, ত্বকে যদি কোন সমস্যা থাকে তবে কোনো কোনো মৌসুমে তা বাড়তে পারে। এই যেমন ত্বকের আর্দ্রতা হ্রাস পাওয়া। পর্যাপ্ত আর্দ্রতার অভাবে ত্বকে অল্প বয়সেই চলে আসছে বলিরেখা।


ত্বকের আর্দ্রতা হারানো পাঁচ লক্ষণ


>> ত্বকে র‌্যাশ, চুলকানি, ব্রণ হওয়া।


>> ত্বক অতিমাত্রায় স্পর্শকাতর হয়ে যাওয়া। ত্বকে লালচে ভাব, মেচেতার উপদ্রব।


>>বলিরেখা, চোখের তলায় কালি পড়ে যাওয়া।


>> ত্বকের ঔজ্জ্বল্য হ্রাস পাওয়া। ত্বক ক্রমশ নিস্তেজ হয়ে পড়া।


>> আর্দ্রতাহীন ত্বক অতিমাত্রায় শুষ্ক হয়ে পড়ে। শুষ্ক ত্বকে নানা রকম লালচে দাগ ছোপ আসা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.