হাসি থামাতে পারবেন না, বোনকে অঙ্ক শেখাতে গিয়ে যে কাণ্ড ঘটল
ODD বাংলা ডেস্ক: বোনকে অঙ্ক শেখানোর দায়িত্ব নিয়েছিল ভাই। এদের বয়সের পার্থক্য খুব একটা বেশি নয়। তারপরেও ভয় তার বোনকে অঙ্ক শেখাতে গিয়ে পুরো নাজেহাল।
স্পষ্ট দেখা যাচ্ছে তিনটি কোন। কিন্তু অঙ্ক শিখতে বসা ছোট্ট মেয়েটি কিছুতেই তা মানতে রাজি নয়। বার বার সে ভুল উত্তরই দিয়ে যাচ্ছে। আর বলে যাচ্ছে, কোন আছে। তবে দুইটি। কিছুতেই তিনটি নয়। কিন্তু অঙ্ক করতে বসে ভাই-বোন দুইজনেরই ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা। অঙ্কের খাতা সামনে নিয়ে চোখের জলে ভাসল ভাই-বোন। সেই ভিডিও করল মা।
দৃশ্যটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। ভাই-বোনের অঙ্ক নিয়ে যুদ্ধ দেখে তাদের মা রেকর্ড করেছিলেন মুহূর্তটি। পরে সেই ভিডিও তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়েছে সর্বত্র। আর ইতিমধ্যেই কোটি বার দেখা হয়ে গিয়েছে।
দুই ভাই বোনের এই অবস্থা দেখে হেসে একাকার করেছে তাদের মা। ভিডিওতে তার হাসির শব্দ শোনা যাচ্ছে। এর মধ্যেও তিনি ছেলেকে বলছেন,‘তুমি কিন্তু কখনোই ভালো শিক্ষক হতে পারবে না।’ জবাবে কাঁদতে কাঁদতেই ছেলেটি মাকে জানায়, সে তার বোনকে হাতে করে দেখিয়েও দিয়েছে উত্তর, তারপরও সে বুঝতে পারছে না!
Post a Comment