বিয়ের পরও নতুন প্রেমের সন্ধানে এই ৫ রাশি, আপনার সঙ্গীও তাই করছেন না তো?
ODD বাংলা ডেস্ক: অনেক সময় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকে নিজের দাম্পত্য জীবনের প্রতি সমস্ত উৎসাহ, উদ্দীপনা হারিয়ে ফেলেন। তাই একটি সফল দাম্পত্য জীবনের জন্য স্বামী-স্ত্রীকে সদাসচেষ্ট থাকতে হয়। কিন্তু আপনাদের সম্পর্কে আর ভালোবাসা নেই, এটা যদি আপনি বিশ্বাস করতে শুরু করেন, তা হলে সেই চেষ্টা করার ইচ্ছাটুকুও আর বাঁচে না। যাঁরা নিজের বিবাহ বিচ্ছেদ করে বেরিয়ে আসেন, তাঁরা বেশ কঠোর হন। এর ফলে তাঁদের সেই সম্পর্কে ফিরিয়ে আনা যায় না। জ্যোতিষ শাস্ত্র বলছে এমন কিছু জাতক আছেন, তাঁরা নিজের দাম্পত্য সম্পর্কে ভালোবাসার আদান-প্রদান করতে না-পারলে অন্য স্থান থেকে ভালোবাসার সন্ধান করে থাকেন। এঁরা তখন বিবাহবন্ধনে আবদ্ধ থাকা সত্ত্বেও অন্যের সঙ্গে ভালোবাসায় জড়িয়ে পড়েন। কোন কোন রাশির জাতকদের মধ্যে এই প্রবণতা দেখা যায়, জেনে নেওয়া যাক।
মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য ভালোবাসার খোঁজ করা খুব একটা সহজ বিষয় নয়। নিজের জন্য সঙ্গী খুঁজতে বেরিয়ে এঁরা অনেক সময় নিরুৎসাহী হয়ে পড়েন। তবে এই রাশির বিবাহিত জাতকরা নতুন প্রেমের সন্ধানের বিষয়টিকে উপভোগ করেন। সম্পর্কে অবিশ্বাস গড়ে উঠলে, তা থেকে শিক্ষা নিয়ে এঁরা নিজের জন্য নতুন সঙ্গীর খোঁজে বেরিয়ে পড়েন।
কর্কট রাশি
কাঁদের সঙ্গে রোম্যান্স করবেন বা সময় কাটাবেন, আবার কাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন, এই সমস্ত ক্ষেত্রেই কর্কট রাশির জাতকরা অত্যন্ত বাছবিচার করে পা বাড়ান। এই রাশির জাতক বা জাতিকারা বিবাহ বন্ধনকে হাল্কা ভাবে নেন না। কিন্তু যেহেতেু এই রাশির জাতকরা সহজে একঘেয়ে হয়ে যায়, এ কারণে দাম্পত্য সম্পর্কে থেকে বেরিয়ে আসেন। এমন পরিস্থিতিতে এই রাশির জাতক-জাতিকারা নিজের স্ত্রী বা স্বামীর কাছ থেকে কোনও প্রত্যাশা করেন না এবং অন্য কোথাও ভালোবাসার সন্ধানে বেরিয়ে পরেন এঁরা।
সিংহ রাশি
কারও কাছ থেকে আঘাত পেতে ভয় পান এই রাশির জাতকরা। এ কারণে এঁরা নিজের আবেগ, অনুভূতিকে মনের মধ্যেই চেপে রাখেন। ঘনিষ্ঠ সম্পর্ক তাঁদের আঘাত দিতে পারে এই ভয়ে খুব শীঘ্র দাম্পত্য সম্পর্ক থেকে বেরিয়ে আসেন এই রাশির জাতকরা। তবে কোনও বন্ধনে আবদ্ধ না-হয়ে এঁরা প্রেমে জড়িয়ে পড়তে চান। উল্লেখ্য এই রাশির জাতকরা একা থাকতে পারেন, আবার একটি মাত্র সঙ্গীর সঙ্গেও এঁরা থাকতে পারেন না। এ কারণে এই রাশির জাতকরা বিবাহিত হওয়া সত্ত্বেও নতুন প্রেমের সন্ধানে থাকেন।
মকর রাশি
কেউ যদি এঁদের বিশ্বাসকে একবার প্রশ্নের মুখে ফেলে, তা হলে মকর জাতকরা নিজের ওপর থেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। কারণ এই রাশির জাতকরা ভুল প্রমাণিত হওয়ার ধারণাটিকেই ঘৃণা করেন। কিন্তু একবার এমন হলে বিবাহে সমস্ত মোহ ভেঙে যায় এবং তখন এঁরা নতুন সঙ্গীর খোঁজ শুরু করে। এঁদের ভালোবাসার চাহিদাও কিছুটা পৃথক। এঁরা স্বাধীনতা প্রিয়। তাই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়া সত্ত্বেও নিজের স্বাধীনতা বজায় রাখতে চান এই রাশির জাতক-জাতিকারা।
কুম্ভ রাশি
ভালোবাসার ক্ষেত্রে এই রাশির জাতকদের অবস্থান অন্যান্য সমস্ত রাশির তুলনায় সূক্ষ্ম ও দুর্বল। অত্যন্ত সংবেদনশীল এই রাশির জাতকরা। পাশাপাশি এঁরা সমস্ত কিছুকে খুব বেশি অনুভব করে থাকেন। তাই কেউ এঁদের মনে আঘাত করবে, তা কুম্ভ জাতকরা সহজে মেনে নিতে পারেন না। এঁরা কখনও নিজের সমস্ত অনুভূতি ও গোপন কথা একই স্থানে একত্রিত রাখেন না। কুম্ভ জাতকরা ভালোবাসাকে প্রত্যাখ্যান করতে পারেন না। দাম্পত্য জীবনে ভালোবাসার অভাব দেখা দিলে এঁরা অন্য় কারও সঙ্গে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়তে শুরু করেন।
Post a Comment