হাতে এই চিহ্ন থাকলে রাজার হালে জীবন কাটবে! আপনার হাতেও আছে না কি?


 

ODD বাংলা ডেস্ক: জ্যোতিষ শাস্ত্রে কোষ্ঠী বিচার, রাশিফল বিচার ইত্যাদির মাধ্যমে ভবিষ্যৎ জানার চেষ্টা করা হয়। ভবিষ্যৎ জানার আর একটি পদ্ধতি হল হস্তরেখা শাস্ত্র। এই শাস্ত্রটিও প্রাচীন কাল ধরে প্রচলতি। হাতের রেখায় আমাদের ভূত, ভবিষ্যৎ বর্তমান, ভবিষ্যৎ লুকিয়ে থাকে। হাতে উপস্থিত প্রতিটি রেখা ও চিহ্ন ব্যক্তির ভবিষ্যৎ জানিয়ে থাকে। তাঁদের জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত প্রতিটি ঘটনা জানায় এই রেখা। হস্তরেখা শাস্ত্র মতে ব্যক্তির হাতে এমন কিছু চিহ্ন ও রেখা বর্তমান যা রাজযোদের সংকেত দেয়। যে ব্যক্তির হাতে এই রেখা বা চিহ্ন থাকে, তাঁদের জীবন ঐশ্বর্যে ভরে থাকে। সুখ-সমৃদ্ধি লাভ করে তাঁরা। হাতে কোন রেখা ও চিহ্ন থাকলে সেই ব্যক্তি রাজযোগ লাভ করে জেনে নেওয়া যাক।


​হাতের তালুর মাঝখানে এই চিহ্ন থাকলে


যে জাতকের হাতের তালুর মাঝখানে তোরণ, তীর, রথ, চক্র, ধ্বজের চিহ্ন থাকে, তাঁরা নিজের জীবনে একাধিক অভিজ্ঞতা অর্জন করে। শাসন করার সুযোগ লাভ করেন এমন জাতক। হস্তরেখা শাস্ত্র অনুযায়ী এঁরা জীবনে রাজসুখ লাভ করে। এঁদের কাছে প্রচুর ধনসম্পত্তি থাকে। পাশাপাশি এঁরা জীবনে প্রচুর অর্থ উপার্জন করেন। সমস্ত সুখ ও বিলাসিতা লাভ করেন এই জাতকরা।


​শনির এমন রেখা রাজসুখ দেয়


যে জাতকদের হাতে অনামিকা আঙুলের নীচে পুণ্য রেখা ও মণিবন্ধ রেখা থেকে শনি রেখা মধ্যমা আঙুল পর্যন্ত গেলে এমন ব্যক্তি রাজসুখ লাভ করে। এমন জাতকের ওপর শনির বিশেষ আশীর্বাদ থাকে। হস্তরেখা শাস্ত্র অনুযায়ী এই জাতকরা প্রশাসনিক পদে আসীন হন। জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন এই জাতকরা।


​বৃদ্ধাঙ্গুষ্ঠে এমন চিহ্ন থাকলে বড় ব্যবসায়ী হতে পারেন জাতক


হস্তরেখা শাস্ত্র অনুযায়ী যে জাতকের বৃদ্ধাঙ্গুষ্ঠে মাছ, তীর বা সরোবরের চিহ্ন থাকে, তাঁরা জীবনে যশ লাভ করেন। এমন চিহ্ন থাকলে সেই ব্যক্তি বড় ব্যবসায়ী হন। অঢেল ধন সম্পত্তির মালিক হন এঁরা। তবে এই চিহ্নগুলি অত্যন্ত সূক্ষ্ম হয়। ভালোভাবে দেখলে তা বোঝা যায়। হস্তরেখা শাস্ত্র মতে এমন জাতকের জীবনে কখনও অর্থাভাব থাকে না। এঁরা বিলাসবহুল জীবন কাটাতে পারেন।


​হাতে এই চিহ্ন থাকলে রাজনেতা হবেন


জ্যোতিষ শাস্ত্রের অপর শাখা হস্তরেখা শাস্ত্র মতে, যে ব্যক্তির হাতে ত্রিশূলের চিহ্ন থাকে, তাঁরা প্রচুর সম্মান লাভ করেন। এই শাস্ত্র বলছে যে ব্যক্তির হাতে হৃদয় রেখার ওপরে বৃহস্পতি পর্বতের পাশে ত্রিশূলের চিহ্ন থাকে, তাঁরা সমাজে সম্মান ও প্রতিষ্ঠা লাভ করেন। এঁদের প্রচুর প্রভাব প্রতিপত্তি থাকে। এমন ব্যক্তি রাজনীতর সঙ্গে যুক্ত হলে, সেখানে বড়সড় পদ লাভ করতে পারেন। সমাজে সকলের মধ্যে জনপ্রিয় থাকেন এঁরা।


​রাজার হালে থাকেন এমন জাতক


যে জাতকদের হাতে ঘোড়া, কলসি, চক্র, গাছ, স্তম্ভের চিহ্ন থাকে তাঁরা রাজার মতো জীবনযাপন করে। জীবনে প্রচুর ধনসম্পদ উপার্জন করেন এঁরা। সমস্ত সুখ-সুবিধা লাভ করে থাকেন। আবার হাতে পদ্ম, স্বস্তিকের চিহ্ন থাকলে লক্ষ্মীর আশীর্বাদ পান সেই জাতক। প্রভূত সম্পত্তির মালিক হন এই জাতক। আবার যে জাতকের কনিষ্ঠার নীচে পুণ্য রেখা থাকে তাঁরা অত্যন্ত ভাগ্যবান হন। রাজসুখ লাভ করেন এমন জাতক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.