চাকরি খুইয়ে 'শাপে বর' টুইটার কর্মীদের! জানেন কত টাকা পাচ্ছেন তাঁরা


ODD বাংলা ডেস্ক: টুইটার নিয়ে ঝড় যেন থামতেই চাইছে না। এবার আলোড়ন তৈরি হয়েছে একেধারে টুইটার থেকে কর্মী ছাঁটাই নিয়ে। টুইটার ইন্ডিয়ার প্রায় ৮৫% কর্মীকে ইতিমধ্যেই চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে বলে শোনা যাচ্ছে।তবে ইলন মাস্ক জানিয়েছেন, ছাঁটাই করা কর্মীদের আইনগত প্রাপ্যের থেকে বেশি টাকা দেওয়া হচ্ছে। ৩ মাসের বেতন হিসেবে একথোক যে পরিমাণ টাকা দেওয়া হচ্ছে সংস্থা থেকে চাকরি চলে যাওয়া কর্মীদের, তা তাঁদের আইনগত প্রাপ্যের থেকে বেশি।কিন্তু মাস্ক যাই করুন ন‌া কেন, তাতে বিতর্ক থামছে না। কারণ, যে পদ্ধতিতে কর্মী ছাঁটাই করা হয়েছে, প্রশ্ন উঠেছে সেই পদ্ধতি নিয়েও। this-is-how-much-twitter-employees-will-get-paid-after-getting-fired

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.